Biography of Andrew carnegie bangla-Andrew Carnegie life

andrew carnegie and the rise of big business
 Andrew Carnegie
  
Biography of Andrew Carnegie Bangla/Andrew Carnegie biography/Sofolotar golpo Bangla
✏✏✏✏✏✏✏✏✏✏✏✏✏✏✏✏✏✏✏✏✏✏✏✏✏✏✏

Andrew carnegie
।যিনি শিখিয়েছেন কিভাবে শূন্য হাতে  শুরু করেও পৃথিবীর সবচেয়ে ধনী মানুষ হওয়া যায়।অনেক বছর আগে স্কটল্যান্ডের  একটি গরিব পরিবারে জন্মগ্রহণ করেন Andrew carnegie।তার বাবা পেশায় ছিলেন একজন তাঁতী । তাদের অভাব অনটনের সংসারে বাড়তি কিছু  অর্থ উপার্জনের জন্য তার মা প্রতিবেশীদের জুতা সেলাইয়ের কাজ করতেন। তারা এতটাই গরিব ছিলেন যে কখনও কখনও তাদের পুরো পরিবারকে না খেয়ে ঘুমাতে হত । 

Andrew Carnegie. Who taught how to become the richest man in the world by starting empty-handed. Andrew Carnegie was born many years ago in a poor family in Scotland. His father was a weaver by profession. His mother worked as a seamstress for her neighbors to earn some extra money. They were so poor that sometimes their whole family had to sleep without food.


তার বয়স যখন বারো বছর তখন তার বাবার বাড়ি এবং ফ্যাক্টরি নিলামে বিক্রি হয়ে যায়।নিজের পরিবারের এমন করুন অবস্থা দেখে তিনি হতাশ হয়ে পড়েন।সেদিনই তিনি নিজের সাথে প্রতিজ্ঞা করেন একদিন তিনি নিশ্চয় সফল হবেন এবং তার পরিবারকে একটি বিলাসবহুল জীবন উপহাটির দিবেন।।কিছুদিন পর তার পরিবার সফল হওয়ার স্বপ্ন নিয়ে আমেরিকা চলে যায় ।কিন্তু সেখানেও তার বাবাকে অনেক ব্যর্থতার সম্মুখীন হতে হয় ।তাদের নতুন তাঁতের ব্যবসাও সফল হতে না পেরে বন্ধ হয়ে যায়।

When he was twelve years old, his father's house and factory were sold at auction. He was disappointed to see his family in such a state. On the same day, he promised himself that one day he would be successful and give his family the gift of a luxurious life. A few days later, his family left for America with the dream of success. But even there his father had to face many failures. Their new weaving business also failed and closed down.


মাত্র তের বছর বয়সে তিনি স্কুল ছেড়ে দেন এবং একটি কটন মিলে  কাজ শুরু করেন ।তাকে একটি Boiler রুমে  তাপের ভিতর কাজ করতে হতো। তবুও তিনি নিজেকে এই বলে সান্তনা দিতেন যে তার পরিবারকে  কিছুটা হলেও সাহায্য করতে পারছেন ।

He dropped out of school at the age of thirteen and started working in a cotton mill. He had to work in a boiler room under the heat. Yet he comforted himself by saying that he could help his family at least a little.


পরবর্তীতে তিনি একজন টেলি বিভাগের ম্যানেজার হিসেবে কাজ করেন।এর কিছুদিন পর তিনি কাজ নেন একটি  রেলবোর্ড কোম্পানিতে।প্রত্যেকটি চাকরিতে তিনি তার ১০০% দেয়ার চেষ্টা করতেন।সূর্য উঠার আগেই তিনি ঘুম থেকে উঠতেন এবং অনেক রাত পর্যন্ত কাজ করতেন।তবে তিনি জানতেন জীবনে বড় হওয়ার জন্য শুধু পরিশ্রমই যথেষ্ট নয়।পরিশ্রেমের পাশাপাশি  তাকে অনেক কিছু জানতে হবে এবং প্রচুর শিখতে হবে।আর তার জ্ঞানের ভান্ডারকে সমৃদ্ধ করতে হবে।

Later he worked as a telecom department manager. Shortly afterward he took a job with a railway board company. In each job, he tried to pay 100%. Before sunrise, he would wake up and work late into the night. But he knew that hard work alone is not enough to grow up. In addition to hard work, he needs to know a lot and learn a lot. And his store of knowledge must be enriched.


এজন্য তিনি স্থানীয় একটি লাইব্রেরি থেকে বই ধার করে এনে পড়া শুরু  করেন।তিনি যতটা সম্ভব জ্ঞান অর্জন করার চেষ্টা করতেন ।এমনকি খারাপ সময়েও তিনি কখনো হতাশ হতেন না বরং সবসময় তিনি নিজেকে বলতেন আমি একদিন সফল হবোই হবো।তার জীবনে সে দিনটি এসেছিল উপহার রূপে।একদিন তার কাজে খুশি হয়ে তার বস তাকে একটি ব্যবসা করার সুযোগ দেন।ব্যবসা শুরু করার জন্য যদিও ৫০০ ডলার প্রয়োজন ছিল তখন। 

So he borrowed books from a local library and started reading. He tried to acquire as much knowledge as possible. Even in bad times he never gave up but always told himself that one day I will be successful. That day came into his life as a gift. One day his boss was happy with his job and gave him a chance to start a business. Although 500 dollars was needed to start a business then.

Andrew carnegie and the rise of big business

কিন্তু প্রথমে তিনি উৎসাহিত হলেও শীঘ্রই তাকে  নিরাশ হতে হয়। কারণ তখন তার কাছে মাত্র ৫০$ ছিল। এই সময়ে তার মা তাদের বাড়ি বন্ধক রেখে তাকে ব্যবসায় বিনিয়োগ করার জন্য প্রয়োজনীয় অর্থের ব্যবস্থা করে দেন। কারণ তিনি মনেপ্রাণে বিশ্বাস করতেন তার ছেলে একদিন অবশ্যই সফল হবেন ।ব্যবসায়ে  তাদের প্রথম বিনিয়োগ সফল হয়।তিনি ব্যবসায়ে বড় ধরনের মুনাফা অর্জন করেন।

But at first he was encouraged, but soon he was disappointed. Because then he had only 50. During this time his mother mortgaged their home and arranged money for him to invest in the business. Because she sincerely believed that her son would be successful one day. Their first investment in the business was successful. He made huge profits in the business.


কিন্তু তার থেকেও বড় বিষয় হলো তিনি জীবনে সফল হওয়ার একটি পথ খুঁজে পান। এরপর থেকে তিনি বিভিন্ন ব্যবসায় বিনিয়োগ করা শুরু করেন।ব্যবসায়ে  তার প্রথম বিনিয়োগের ৩০ বছর পর তিনি একজন কটন মিল ওয়ার্কার  থেকে হয়ে ওঠেন পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তিদের একজন। সেসময় তিনি আমেরিকার সবচেয়ে বড় স্টিল কোম্পানির মালিক ছিলেন ।কিন্তু দুঃখজনকভাবে এমন সময়ই তার মা মারা যান ।মায়ের মৃত্যুতে তিনি প্রচন্ড ভেঙে পড়েন।তাই যখন  তার বয়স ৬৫ বছর তিনি তার সব সম্পত্তি দান করে দেয়ার সিদ্ধান্ত নেন ।

But more importantly, he finds a way to succeed in life. From then on, he started investing in various businesses. Thirty years after his first investment in the business, he went from being a cotton mill worker to one of the richest people in the world. At the time, he was the owner of the largest steel company in the United States. Unfortunately, his mother died at that time. He was devastated by the death of his mother.


তার বেশিরভাগ সময় কাটাতেন অন্যদের সাহায্য করে। তিনি তাঁর সম্পদের ৯০ভাগই দান করে দেন। সারা বিশ্বে তিনি প্রায় ৩০০০ লাইব্রেরীর  ব্যবস্থা করেন ।সেই সময় US এর  অর্ধেকের বেশি লাইব্রেরী তিনি তৈরী করেন। তিনি ছিলেন একজন গরিব তাঁতীর ছেলে।তিনি  ছিলেন অশিক্ষিত।তার কোনো টাকা ছিল না ।এমনকি তিনি কোন কিছু আবিষ্কারও করেননি।তবুও তিনি তিনি তাঁর ব্যবসায়ের  এক বিশাল সাম্রাজ্য গড়ে তুলেছিলেন যার মূল্য এখন প্রায় ৩১০ বিলিয়ন ডলার ।

He spent most of his time helping others. He donated 90 percent of his wealth. He manages nearly 3,000 libraries worldwide. During that time he built more than half of the US libraries. He was the son of a poor weaver. He was uneducated. He didn't have any money. He didn't even invent anything. Yet he built a huge empire of his business which is now worth about 310 billion.


তার জীবন থেকে আমরা এটাই শিখলাম যে জীবনে সফল হওয়ার লড়াইয়ে বার বার ব্যর্থ হয়েও কিভাবে হাল না ছেড়ে লক্ষ্যের দিকে এগিয়ে যেতে হয়।যদি আপনিও তার মতো জীবনে সফল হতে  চান তাহলে কখনো হতাশ হবেন না।এমনকি প্রত্যেক দুঃসময়েও আপনার বিশ্বাস আপনাকে এগিয়ে নিয়ে যাবে সাফল্যের দিকে।তাই আপনি যে কাজই করুন না কেন তাতে আপনার ১০০ভাগ দিন । সব সময় নতুন কিছু করার চেষ্টা করুন,আপনার জ্ঞানের ভান্ডারকে আরো সমৃদ্ধ করুন। প্রতিদিন নিজেকে আরও একটু একটু করে  উন্নত করে তুলুন।

What we have learned from his life is how to move forward towards the goal without giving up even after repeatedly failing in the fight to succeed in life. If you want to succeed in life like him then never give up. Even in every difficult time, your faith will lead you towards success. So give your 100 percent to whatever you do. Always try something new, enrich your store of knowledge. Improve yourself a little bit more every day.


Post a Comment

1 Comments

Please don't enter any spam links in the comment box.