রবীন্দ্রনাথ ঠাকুরের উক্তি - Rabindranath Tagore quotes

রবীন্দ্রনাথ ঠাকুরের উক্তি
Rabindranath Tagore quotes in Bengali

 Favorite Rabindranath tagore quotes/রবীন্দ্রনাথ ঠাকুরের উক্তি

রবীন্দ্রনাথ ঠাকুর(৭ মে ১৮৬১ - ৭ আগস্ট ১৯৪১কবিগুরু, বিশ্বকবি) ছিলেন একজন বাঙালি বহুবিদ - কবি, লেখক, নাট্যকার, সুরকার, দার্শনিক, সমাজ সংস্কারক এবং চিত্রশিল্পী। তিনি বাংলা সাহিত্য এবং সংগীতকে নতুনভাবে রূপ দিয়েছেন, ১৯ তম এবং২০ শতকের গোড়ার দিকে ভারতীয় শিল্পকে প্রাসঙ্গিক আধুনিকতা দিয়েছিলেন।গীতাঞ্জলির "গভীর সংবেদনশীল, তাজা এবং সুন্দর শ্লোক" রচয়িতা, তিনি।১৯১৩ সালে প্রথম নন-ইউরোপীয় হয়েছিলেন যে সাহিত্যে নোবেল পুরষ্কার পেয়েছিলেন। রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগীতগুলি আধ্যাত্মিক এবং পারদর্শী হিসাবে দেখা হত; তাঁকে মাঝে মাঝে "বাংলার বার্ড" হিসাবেও ডাকা হয়।

Rabindranath Tagore quotes#1রবীন্দ্রনাথ ঠাকুরের উক্তি

রবীন্দ্রনাথ ঠাকুরের উক্তি,abindranath tagore quotes in bengali
ঠাঁই নাই ঠাঁই নাই-ছোট সে তরী,আমারি সোনার ধানে গিয়েছে ভরি"।-রবীন্দ্রনাথ ঠাকুর 



Rabindranath Tagore quotes#2রবীন্দ্রনাথ ঠাকুরের উক্তি

রবীন্দ্রনাথ ঠাকুরের উক্তি
অধিকার ছাড়িয়া দিয়া 
অধিকার ধরিয়া রাখিবার মত
বিড়ম্বনা আর হয় না।
-রবীন্দ্রনাথ ঠাকুর 



Rabindranath Tagore quotes#3রবীন্দ্রনাথ ঠাকুরের উক্তি
রবীন্দ্রনাথ ঠাকুরের উক্তি
রবীন্দ্রনাথ ঠাকুরের উক্তি
রবীন্দ্রনাথ ঠাকুরের উক্তি
ভুল করার সকল দরজা 
যদি বন্ধ করে দাও,
তা হলে ঠিক করার রাস্তাও 
বন্ধ হয়ে যায়।-রবীন্দ্রনাথ ঠাকুর 



Rabindranath Tagore quotes#4রবীন্দ্রনাথ ঠাকুরের উক্তি
রবীন্দ্রনাথ ঠাকুরের উক্তি
রবীন্দ্রনাথ ঠাকুরের উক্তি
দুঃখ কষ্টে যে শিক্ষা লাভ হয় 
শুধু কানে শুনিয়া তাহা পাওয়া যায়না।-রবীন্দ্রনাথ ঠাকুর 



বর্ধমান জেলা এবং যশোরের পৈতৃক কোমল শিকড় সহ কলকাতার এক বাঙালি ব্রাহ্মণ আট বছর বয়সী হিসাবে কবিতা লিখেছিলেন। ষোল বছর বয়সে, তিনি ভানুসিংহ  ("সান সিংহ") ছদ্মনামে তাঁর প্রথম উল্লেখযোগ্য কবিতা প্রকাশ করেছিলেন, যা সাহিত্যিক কর্তৃপক্ষ কর্তৃক দীর্ঘ-হারিয়ে যাওয়া ক্লাসিক হিসাবে ধরা পড়েছিল।


Rabindranath Tagore quotes#5রবীন্দ্রনাথ ঠাকুরের উক্তি
রবীন্দ্রনাথ ঠাকুরের উক্তি
রবীন্দ্রনাথ ঠাকুরের উক্তি


যখন তুমি সত্য কথা বলার জন্য  
নিন্দা করনা,
কেবল নিন্দা করবার জন্য 
সত্য কথা বল,
তখন তোমার সে সত্য 
কথা নীতির বাজারে 
মিথ্যা কথার সমান দরেই
প্রায় বিক্রি হবে।-রবীন্দ্রনাথ ঠাকুর



Rabindranath Tagore quotes#6
রবীন্দ্রনাথ ঠাকুরের উক্তি
রবীন্দ্রনাথ ঠাকুরের উক্তি
ফুল বলে,ধন্য আমি মাটির পরে !-রবীন্দ্রনাথ ঠাকুর 



১৮৭৭ সালে তিনি তার প্রথম ছোট গল্প এবং নাটকগুলিতে স্নাতক হন, যার অধীনে প্রকাশিত তার আসল নাম মানবতাবাদী, সার্বজনীনবাদী, আন্তর্জাতিকতাবাদী এবং প্ররোচিত জাতীয়তাবাদী হিসাবে তিনি ব্রিটিশ রাজের নিন্দা করেছিলেন এবং ব্রিটেনের কাছ থেকে স্বাধীনতার পক্ষে ছিলেন।

Rabindranath Tagore quotes#7
রবীন্দ্রনাথ ঠাকুরের উক্তি
রবীন্দ্রনাথ ঠাকুরের উক্তি
নূতন প্রাণ দাও,প্রাণসখা,
আজি সুপ্রভাতে।।

বিষাদ সব কর দূর 
 নবীন আনন্দে,

প্রাচীন রজনী নাশো
নূতন ঊষালোকে।। -রবীন্দ্রনাথ ঠাকুর 

 Rabindranath Tagore quotes#8

রবীন্দ্রনাথ ঠাকুরের উক্তি
রবীন্দ্রনাথ ঠাকুরের উক্তি

আপন রুচির জন্যে আমি 
পরের রুচির সমর্থন ভিক্ষে করিনে।-রবীন্দ্রনাথ ঠাকুর
 

Rabindranath Tagore quotes#9রবীন্দ্রনাথ ঠাকুরের উক্তি


উপদেশ দেওয়া সরল কিন্তু উপায় বলা কঠিন-রবীন্দ্রনাথ ঠাকুর।


Rabindranath Tagore quotes#10 রবীন্দ্রনাথ ঠাকুরের উক্তি



উচ্চ শিক্ষা হলো সেটাই,
যা আমাদের শুধু জ্ঞানই দেয়না বরং 
আমাদের জীবনে সদভাবও নিয়ে আসে-রবীন্দ্রনাথ ঠাকুর।


                                              Rabindranath Tagore quotes#11রবীন্দ্রনাথ ঠাকুরের উক্তি


কী পাইনি তারই হিসাব মেলাতে,

মন মোর নহে রাজি।-রবীন্দ্রনাথ ঠাকুর।


                                                 Rabindranath Tagore quotes#12রবীন্দ্রনাথ ঠাকুরের উক্তি



আস্থা হলো এমন ধরনের পাখি,
যে ভোরের অন্ধকারেও প্রকাশকে
অনুভব করায়-রবীন্দ্রনাথ ঠাকুর।


                                          Rabindranath Tagore quotes#13রবীন্দ্রনাথ ঠাকুরের উক্তি



বন্ধুত্বের গভীরতা পরিচয়ের দৈর্ঘ্যতার
 উপর নির্ভর করেনা-রবীন্দ্রনাথ ঠাকুর।



                                           Rabindranath Tagore quotes#14রবীন্দ্রনাথ ঠাকুরের উক্তি

রবীন্দ্রনাথ ঠাকুরের উক্তি


যদি আপনি সমস্ত ভুলের জন্য
দরজা বন্ধ করে দেন, 
তাহলে সত্য বাইরেই থেকে যাবে-রবীন্দ্রনাথ ঠাকুর।


                                            Rabindranath Tagore quotes#15রবীন্দ্রনাথ ঠাকুরের উক্তি



চাঁদ নিজের আলো সম্পূর্ণভাবে
আকাশে প্রকাশিত করে,
কিন্তু নিজের কলঙ্ক নিজের কাছেই রাখে-রবীন্দ্রনাথ ঠাকুর।



                                         Rabindranath Tagore quotes#16রবীন্দ্রনাথ ঠাকুরের উক্তি



যখন আমি নিজের উপর হাসি, তখন আমার নিজের মনের বোঝা হ্রাস পায়-রবীন্দ্রনাথ ঠাকুর।



                                          Rabindranath Tagore quotes#17রবীন্দ্রনাথ ঠাকুরের উক্তি


দেশের যেই আত্মঅভিমান আমাদের শক্তিকে এগিয়ে নিয়ে যায়, সেটা প্রশংসনীয় | কিন্তু যেই আত্মঅভিমান আমাদের পিছিয়ে দেয়, সেটা আমাদের শুধু খুঁটিতে বেঁধে রাখে, এটা ধীক্কার জনক-রবীন্দ্রনাথ ঠাকুর।


                                              Rabindranath Tagore quotes#18রবীন্দ্রনাথ ঠাকুরের উক্তি


বাসনে জমে থাকা জল,সর্বদা চকচক করে কিন্তু সমুদ্রের জল সর্বদা ঘন রঙের (অস্পষ্ট) হয় |লঘু সত্যের শব্দ সর্বদা স্পষ্ট হয়ে থাকে,মহান সত্য সর্বদা মৌন অবস্থায় থাকে-রবীন্দ্রনাথ ঠাকুর।


                                             Rabindranath Tagore quoes#19রবীন্দ্রনাথ ঠাকুরের উক্তি


মনুষ্য জীবন একটা নদীর মতো,যেটা তার প্রবাহের দ্বারা নতুন দিশায় পথ বানিয়ে নেয়-রবীন্দ্রনাথ ঠাকুর।


                                            Rabindranath Tagore quoes#20রবীন্দ্রনাথ ঠাকুরের উক্তি


আমাদের মন পুঁথিরস্তূপে আর শরীর আসবাবপত্রের দ্বারা ঢেকে গেছে |যেই কারণে আমাদের আত্মাকে আমরা দেখতে পাইনা-রবীন্দ্রনাথ ঠাকুর।


                                              Rabindranath Tagore quoes#21রবীন্দ্রনাথ ঠাকুরের উক্তি


মাটির বন্ধন থেকে মুক্তি,গাছের ক্ষেত্রে কখনই স্বাধীনতা হয়না-রবীন্দ্রনাথ ঠাকুর।


                                             Rabindranath Tagore quotes#22রবীন্দ্রনাথ ঠাকুরের উক্তি


সাত কোটি বাঙালীরে,হে মুগ্ধ জননী রেখেছ বাঙালী করে মানুষ করোনি-রবীন্দ্রনাথ ঠাকুর।


                                           Rabindranath Tagore quotes#23রবীন্দ্রনাথ ঠাকুরের উক্তি


বন্ধন আছে মাটির কণায়,বিচ্ছেদ আছে বালির কণায়(রবীন্দ্রনাথ ঠাকুর)


                                         Rabindranath Tagore quotes#24রবীন্দ্রনাথ ঠাকুরের উক্তি


অধিকার চেয়ে পাওয়া যায়না,কর্মের দ্বারা অধিকার সৃষ্টি করতে হয়(রবীন্দ্রনাথ ঠাকুর)


                                      Rabindranath Tagore quotes#25রবীন্দ্রনাথ ঠাকুরের উক্তি


মন দিয়ে মন বোঝা যায়,গভীর বিশ্বাস শুধু নীরব প্রানের কথা টেনে নিয়ে আসে।(রবীন্দ্রনাথ ঠাকুর)


                                   Rabindranath Tagore quotes#26রবীন্দ্রনাথ ঠাকুরের উক্তি


গোলাপ যেমন একটা বিশেষ জাতের ফুল,বন্ধু তেমনই একটা বিশেষ জাতের মানুষ(রবীন্দ্রনাথ ঠাকুর)


                                Rabindranath Tagore quotes#27রবীন্দ্রনাথ ঠাকুরের উক্তি


নিজের অজ্ঞতা সম্বন্ধে অজ্ঞানতার মতো অজ্ঞান আর তো কিছুই নেই।(রবীন্দ্রনাথ ঠাকুর)



                                 Rabindranath Tagore quotes#28রবীন্দ্রনাথ ঠাকুরের উক্তি



চিত্ত যেথা ভয়শূন্য, উচ্চ যেথা শির,

জ্ঞান যেথা মুক্ত, যেথা গৃহের প্রাচীর

আপন প্রাঙ্গণতলে দিবসশর্বরী

বসুধারে রাখে নাই খন্ড ক্ষুদ্র করি-রবীন্দ্রনাথ ঠাকুর।



                                    Rabindranath Tagore quotes#29রবীন্দ্রনাথ ঠাকুরের উক্তি


শিমুল কাঠই হোক বা বকুল কাঠই হোক, আগুনের চেহারাটা একই-রবীন্দ্রনাথ ঠাকুর।


                                   Rabindranath Tagore quotes#30রবীন্দ্রনাথ ঠাকুরের উক্তি



নিন্দা করতে গেলে বাইরে থেকে করা যায়,
কিন্তু বিচার করতে গেলে ভিতরে প্রবেশ করতে হয়-রবীন্দ্রনাথ ঠাকুর।


                                  Rabindranath Tagore quotes#31রবীন্দ্রনাথ ঠাকুরের উক্তি


যদি তোর ডাক শুনে কেউ না আসে,তবে একলা চলো রে-রবীন্দ্রনাথ ঠাকুর।

 


Rabindranath Tagore quotes#32রবীন্দ্রনাথ ঠাকুরের উক্তি



আজি হতে শত বর্ষ পরে

কে তুমি পড়িছো বসি আমার কবিতাখানি 

কৌতহলভরে,

আজি হতে শতবর্ষ পরে। -রবীন্দ্রনাথ ঠাকুর



Rabindranath Tagore quotes#33রবীন্দ্রনাথ ঠাকুরের উক্তি



নীল নবঘনে আষাঢ়গগনে তিল ঠাঁই আর নাহিরে। 

ওগো,আজ তোরা যাসনে ঘরের বাহিরে। -রবীন্দ্রনাথ ঠাকুর


 


Rabindranath Tagore quotes#34রবীন্দ্রনাথ ঠাকুরের উক্তি





দেখা হয়নাই চক্ষু মেলিয়া
ঘর হতে শুধু দুই পা ফেলিয়া
একটি ধানের শীষের উপরে
একটি শিশির বিন্দু।-রবীন্দ্রনাথ ঠাকুর





Rabindranath Tagore quotes#35রবীন্দ্রনাথ ঠাকুরের উক্তি





যা আমার ভালো লাগে

তাই আর একজনের ভালো লাগে না

এই নিয়েই পৃথিবীতে যত রক্তপাত।-রবীন্দ্রনাথ ঠাকুর





Rabindranath Tagore quotes#36রবীন্দ্রনাথ ঠাকুরের উক্তি





পড়ার সময় যারা ছুটি নিতে জানে না

তারা পড়ে,কিন্তু হজম করে না।-রবীন্দ্রনাথ ঠাকুর





Rabindranath Tagore quotes#37রবীন্দ্রনাথ ঠাকুরের উক্তি






যে ছুটি নিয়মিত,তাকে ভোগ করা আর

বাঁধা পশুকে শিকার করা একই কথা।

ওতে ছুটির রস ফিকে হয়ে যায় ।-রবীন্দ্রনাথ ঠাকুর।
যত পাই তত পেয়ে পেয়ে

তত চেয়ে চেয়ে,

পাওয়া মোর চাওয়া মোর শুধু বেড়ে যায়। -রবীন্দ্রনাথ ঠাকুর




 Rabindranath Tagore quotes#39রবীন্দ্রনাথ ঠাকুরের উক্তি




শঙ্কা যেথায় করেনা কেউ

সেথায় হয় জাহাজ-ডুবি।

মনেরে তাই কহ যে,

ভালো মন্দ যাহাই আসুক

সত্যরে লও সহজে।(বোঝাপড়া) -রবীন্দ্রনাথ ঠাকুর


Rabindranath Tagore quotes#40রবীন্দ্রনাথ ঠাকুরের উক্তি

 

 

মাতিয়া যখন উঠিয়াছে পরান,
 কিসের আঁধার কিসের পাষাণ।
উথলি যখন উঠেছে বাসনা,
জগতে তখন কিসের ডর। 



 Rabindranath Tagore quotes#41রবীন্দ্রনাথ ঠাকুরের উক্তি




যে রত্নকে সস্তায় পাওয়া গেলো,

তারও আসল মূল্য যে বোঝে সেই জানবো জহুরি। -রবীন্দ্রনাথ ঠাকুর




 Rabindranath Tagore quotes#42রবীন্দ্রনাথ ঠাকুরের উক্তি



এমন দিনে তারে বলা যায় 

এমন ঘনঘোর বরিষায় 

এমন দিনে মন খোলা যায়।-রবীন্দ্রনাথ ঠাকুর



Rabindranath Tagore quotes#43রবীন্দ্রনাথ ঠাকুরের উক্তি



 অতীত কাল যত বড় কালই  হোক না কেনো,

নিজের সম্বন্ধে বতমান কালের একটা 

স্পর্ধা থাকা উচিত।

মনে রাখা উচিত তার মধ্যে 

জয় করার শক্তি আছে।-রবীন্দ্রনাথ ঠাকুর



Rabindranath Tagore quotes#44রবীন্দ্রনাথ ঠাকুরের উক্তি



গাছ বেড়ে ওঠার পর গাছের

ছায়ায় তার বসা হবেনা জেনেও 

যে গাছ লাগায়,সে অন্তত 

জীবনের অর্থ বুঝতে শুরু করেছে। -রবীন্দ্রনাথ ঠাকুর



Rabindranath Tagore quotes#45রবীন্দ্রনাথ ঠাকুরের উক্তি



অধিকার চেয়ে পাওয়া যায় না। 

কর্মের দ্বারা অধিকার 

সৃষ্টি করতে হয়।-রবীন্দ্রনাথ ঠাকুর



Rabindranath Tagore quotes#46রবীন্দ্রনাথ ঠাকুরের উক্তি



আমার এই আমির মধ্যে যদি

ব্যর্থতা থাকে, তবে অন্য

কোনো আমিত্ব লাভ করেও তা 

থেকে নিস্কৃতি পাব না।-রবীন্দ্রনাথ ঠাকুর




Rabindranath Tagore quotes#48রবীন্দ্রনাথ ঠাকুরের উক্তি




 তীরে দাড়িঁয়ে বা পানির দিকে তাকিয়ে 

আপনি কখনোই সমুদ্র অতিক্রম 

করতে পারবেন না।-রবীন্দ্রনাথ ঠাকুর



Rabindranath Tagore quotes#49রবীন্দ্রনাথ ঠাকুরের উক্তি



হাল ছাড়ব না কিন্তু কোন দিকে হাল

চালাতে হবে সেটাও যদি না ভাবি 

এবং তার একটা বুদ্ধিসঙ্গত জবাব না 

দেই,তবে মুখে যতই আস্ফালন

করি না কেন,ভাষান্তরে তাকেই হাল 

ছেড়ে দেয়া বলে।-রবীন্দ্রনাথ ঠাকুর



Rabindranath Tagore quotes#50রবীন্দ্রনাথ ঠাকুরের উক্তি



অপর ব্যক্তির কোলে পিঠে চড়ে 

অগ্রসর হওয়ার কোনো মাহাত্ম্য

নেই।কারণ চলার শক্তি লাভ ই 

যথার্থ লাভ,শুধু অগ্রসর হওয়াতে কোনো লাভ নেই।-রবীন্দ্রনাথ ঠাকুর



Rabindranath Tagore quotes#51রবীন্দ্রনাথ ঠাকুরের উক্তি



সামনে একটা পাথর পড়লে 

যে লোক ঘুরে না গিয়ে সেটা 

ডিঙিয়ে পথ সংক্ষেপ করতে

চায়,বিলম্ব তার অদৃষ্টে আছে।-রবীন্দ্রনাথ ঠাকুর 



Rabindranath Tagore quotes#52রবীন্দ্রনাথ ঠাকুরের উক্তি



নিজের অজ্ঞতা সম্বন্ধে 

অজ্ঞানতার মতো অজ্ঞান আর 

কিছু নেই ।-রবীন্দ্রনাথ ঠাকুর



Rabindranath Tagore quotes#52রবীন্দ্রনাথ ঠাকুরের উক্তি


মনুষ্যত্বের শিক্ষাই সবচেয়ে

বড় শিক্ষা,

আর সমস্তই তার অধীন ।-রবীন্দ্রনাথ ঠাকুর



Table of contents:

Rabindranath Tagore quotes.

Rabindranath Tagore quotes with images.

About Rabindranath Tagore quotes.

Favorite Rabindranath Tagore quotes.


Post a Comment

0 Comments