Bangla Parents quotes(পিতামাতাদের সম্পর্কে উক্তি)

 

parents quotes bangla

👪পিতামাতাদের সম্পর্কে সর্বোত্তম উক্তি👪

                     Best Parents quotes/parents quotes bangla

আজ লিখবো পিতামাতাদের সম্পর্কে কিছু সেরা  উক্তি যা অবশ্যই আপনাকে অনুপ্রাণিত করবে। আমাদের বাবা-মা আমাদের বেড়ে ওঠার সময় আমাদের যত্ন নিয়েছিলেন এবং তারা আমাদের যে ভালবাসা দেয় তা নিঃশর্ত। পিতা-মাতার সম্পর্কে এই উক্তিগুলি আপনাকে আপনার পিতামাতার আরও সম্মান ও কদর  করতে সাহায্য করতে পারে।কারণ সেগুলিই এখন আপনি যা যা করছেন তার জন্য আপনাকে পরিচালিত করে, আপনি হতে পারেন সেরা ব্যক্তিদের একজন । তারা আপনাকে যে ভালবাসা এবং যত্ন দিয়েছেন  তা তাদের ফিরিয়ে দিন, তাদের লালন করুন এবং বৃদ্ধ হওয়ার পরে তাদের কখনো ছেড়ে যাবেন না। আপনার বন্ধু, পরিবার এবং প্রিয়জনদের সাথে অভিভাবকদের সম্পর্কে এই উক্তিগুলি তাদেরও অনুপ্রাণিত করতে শেয়ার করুন।



Parents quotes#1

পিতামাতাদের সম্পর্কে সর্বোত্তম উক্তি
মা বাবা পৃথিবীর শ্রেষ্ঠ উপহার





Parents quotes#2
পিতামাতাদের সম্পর্কে সর্বোত্তম উক্তি

যে গর্ভ তোমাকে ধারণ করেছে সে গর্ভধারিণী মায়ের প্রতি কর্তব্য করো ও শ্রদ্ধা  নিবেদন করো
-আল কোরআন




parents quotes#3
parents quotes bangla

parents
parents

কস্ট দেই বলে Sorry মা



Parents quotes#4

parents quotes bangla
পরিচিত এই পৃথিবীতে ছিলাম 
আমি অন্ধ, 
মায়ের চোখে দেখেছি পৃথিবীর 
ভালোমন্দ।




Parents quotes#5

parents quotes bangla
দুনিয়ার সবকিছুই বদলাতে পারে কিন্তু মায়ের ভালোবাসা কখনো বদলাবে না।


Parents quotes#6

parents quotes bangla
মা থাকে নিঃশ্বাসে 
আর বাবা থাকে বিশ্বাসে।



Parents quotes#7

parents quotes bangla

যিনি কাঁদিয়ে মানিয়ে নেন তিনি বাবা আর যিনি কাঁদিয়ে নিজে কাঁদেন তিনি হলেন মা।

পিতা-মাতার যথাযথ ভূমিকা হ'ল ক্রিয়াকলাপগুলিতে উত্সাহ, সমর্থন এবং ক্রিয়াকলাপগুলিতে অ্যাক্সেস সরবরাহ যা শিশুকে মূল বিকাশের কাজে দক্ষ করে তোলে। একটি শিশুর পড়াশোনা এবং সামাজিকীকরণ তাদের পরিবার দ্বারা সবচেয়ে বেশি প্রভাবিত হয় যেহেতু পরিবারটি শিশুর প্রাথমিক সামাজিক গ্রুপ। ভালো  বাবা-মা সুখী সন্তানদের বড় করে তোলেন।                                               

 Parents quotes#8

parents quotes bangla
parents👪




                                                                  Parents quotes#9
parents👪
parents quotes bangla
যেখানে বাবা মা 
সেখানেই ভালোবাসা।



                                                             Parents quotes#10
parents👪
parents quotes bangla
একজন বাবা তার সন্তানের জন্য কতভাবে অবদান 
রেখে যান,তার চুলছেঁড়া হিসেব কেউ 
বের করতে পারবেনা। 




                                                         Parents quotes#11

মা মানে 
যার হাত ধরে 
প্রথম পা বাড়াতে  শিখি। 


                                                             Parents quotes#12

parents quotes bangla
মায়েরা কঠোর পরিশ্রম করে,
নিজেরা মহান হওয়ার জন্যে নয় 
বরং তাদের সন্তানদের মহান 
বানানোর জন্যে।   
 
Parents quotes#13
                  

 

পিতামাতারা শুধুমাত্র ভাল পরামর্শ দিতে পারেন বা সঠিক পথে চালিত করতে পারেন কিন্তু কোনও ব্যক্তির চরিত্রের চূড়ান্ত রূপটি তাদের নিজের হাতেই রয়েছে ”" - অ্যান ফ্র্যাঙ্ক



Parents quotes#14

আমরা নিজেরা বাবা-মা হওয়া না হওয়া পর্যন্ত  পিতামাতার ভালবাসার মূল্য বুঝতে পারিনা ।


Parents quotes#14

আপনাকে কান্নায় ভেঙে ফেলার জন্য আপনার মায়ের সহানুভূতিশীল কণ্ঠের মতো কিছুই নেই ” - সোফি কিনসেলা


Parents quotes#14




পিতা-মাতা আমাদের জন্য ঈশ্বরের সবচেয়ে মূল্যবান উপহার।



Parents quotes#15



পিতামাতারা তাদের সন্তানদের যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় শেখাতে পারেন তা হল তাদের ছাড়াই কীভাবে চলতে হয়। " - ফ্র্যাঙ্ক এ। ক্লার্ক



Parents quotes#16


মৃত্যুর আগে আমার একটাই আশা -
নিজের মা বাবা কে যেন একটু সুখ এনে দিতে পারি।




Parents quotes#17



বাবার টাকায়  অহংকার করায় মজা নেই,
মজা তো তখন হবার যখন টাকা তোমার হবে 
আর অহংকার করবে তোমার বাবা।


Parents quotes#18



একদিন আমিও প্রতিষ্ঠিত হবো আর আমার 
মা বাবার স্বপ্নগুলো একটু একটু করে পূরণ করবো।



Parents quotes#19



কলিজার মা,
অনেক সময় আমি তোমার সাথে রাগ দেখিয়ে 
কথা বলি কিন্তু বিশ্বাস করো আমি তোমাকে ছাড়া একদিনও 
বাঁচতে পারবো না।


Parents quotes#20



বাবা!
প্রতিটি সন্তানের সবসময়ের নীরব সাপোর্টার।



Parents quotes#21



বাবার হাত ধরে উঠে দাঁড়ানোর সৌভাগ্য 
সন্তানের হলেও,সন্তানের হাত ধরে উঠে দাঁড়ানোর 
সৌভাগ্য সব বাবার হয়না। 



Parents quotes#22




বাবারা কখনো কাঁদেনা,কারণ তাদের সব 
কান্না ঘাম হয়ে শরীর ভিজে বেরিয়ে যায়।



Parents quotes#23



বাড়ি ফেরার পর সবার প্রশ্ন "মা কোথায়?"
হতে পারে মায়ের সাথে কোনো কাজ নেই ,কিন্তু 
মাকে দেখার পর মনে আলাদা একটা শান্তি লাগে যা 
বলে বুঝানো যায়না।।



Parents quotes#24



একজন মা তার পাঁচজন সন্তানকে একসাথে 
পারে মানুষ করতে  ,
কিন্তু,পাঁচজন সন্তান একসাথে মিলেও একটি মায়ের সঠিকভাবে  
পারেনা খেয়াল রাখতে।



Parents quotes#25



Sorry বাবা !
এখনো তোমার গর্বের কোনো
 হতে কারণ 
পারলাম না।



Parents quotes#26



মায়ের ছোট একটি পেটে 
সন্তানের জায়গা হয়-
কিন্তু সন্তানের বিরাট ফ্ল্যাটে 
মায়ের কোন জায়গা হয় না।



Parents quotes#27



একজন "পিতা" যতই গরিব
হোক না কেন-
তার সন্তানকে সাধ্যমতো পৃথিবীর অন্য সবার চেয়ে 
ভালোভাবে মানুষ করার চেষ্টা করেন।




Parents quotes#28



যার উপর বাবা নামের 
গাছের ছায়াটা যার উপর 
নেই,
সেই বুঝতে পারে রোদের 
তাপ কতটা প্রখর হয় ।


Parents quotes#29



মা বাবাকে হারানোর পরে 
চোখের জল ফেলার আগে,
মা বাবা থাকতে তাদের সেবা করো।



Parents quotes#30



যার বাবা নেই 
তার অর্ধেক পৃথিবীটাই নেই।
আর যার মা নেই তার 
পুরো পৃথিবীটাই নেই।
চারিদিক যেন অন্ধকার!



Parents quotes#31



আপনি যদি সত্যিকারের  ভালোবাসা চান 
তাহলে,
আপনার পেছনে দাঁড়ানো বাবা মায়ের দিকে 
একবার তাকান ।
দেখুন আপনার বাবা মা কে ।
তারা আপনাকে কতটা ভালোবাসে 
কিন্তু 
প্রতিদানে আপনার কাছে কিছুই চায় না । 



Parents quotes#32



"বাবা মা"এই মানুষ দুটি সারাজীবন আমাদের নিঃস্বার্থভাবে
শুধু ভালোবেসেই যায় ।



Parents quotes#33



আমার কাছে ভালোবাসার শ্রেষ্ঠ 
উদাহরণ হলো আমার বাবা মা।
আমি হাজার বার জন্ম নিয়েও তাদের ঋণ 
শোধ করতে পারবো না।



Parents quotes#34



আপনার খারাপ সময়ে 
আপনাকে জড়িয়ে ধরে হু হু 
করে কাঁদার মতো মানুষ কে বা আছে
বাবা মা ছাড়া!



Parents quotes#35



বাবার কাছে গিয়ে একবার 
"I love you" বলুন,
দেখবেন বাবার চোখের জলে 
আপনার শার্ট ভিজে যাবে।
আর মায়ের পাশে গিয়ে মা কে 
"Ilove you"বলুন,
দেখবেন মা নামাজে বসে
চোখের জলের জায়নামাজ 
ভিজিয়ে দিবে।




Parents quotes#36



আপনি বাইরে গেলে 
সবাই বলবে "আমার জন্য এটা আনবে,সেটা 
আনবে।"
কিন্তু বাবা মা বলবে"সাবধানে যাস 
বাবা,সাবধানে ফিরে আসিস।
আর আপনি না ফেরা পর্যন্ত 
আপনার অপেক্ষায় বসে থাকে।


Parents quotes#37


ভালোবাসবেন?
কাকে ভালোবাসবেন ?
কে আপনার ভালোবাসার যোগ্য 
আপনার বাবা মা ছাড়া!



Parents quotes#38




বাবা মায়ে
র ভালোবাসা পাওয়ার জন্য 
হাত কাটতে হয়না।
একটু আদর মাখা সুরে কথা বললেই 
দেখবে তারা তোমাকে বুকে জড়িয়ে নিবে।



Parents quotes#39




Sorry বাবা!
হয়তো আমাকে নিয়ে তোমার স্বপ্নগুলো 
এখনো পূরণ করতে পারিনি।



Parents quotes#40





জীবনটা তখনই সুন্দর ছিল-
যখন ছোটোবেলায় মা কোলে 
বসিয়ে নিজের হাতে খাইয়ে দিতো ।



Parents quotes#41




কেঁদোনা মা!
সত্যি বলছি আমার একটুও ক্ষিদে পায়নি।




Parents quotes#42




কাউকে কখনো ঠকাতে শিখিনি,
কারণ মা আমাকে ভলোবাসতে শিখিয়েছেন।




Parents quotes#43




সত্যিকারের ভালোবাসতে চাও?
তাহলে নিজের মাকে কখনো 
"I love you মা" বলে দেখো।
তাহলে বুঝবে ভালোবাসা কি জিনিস।




Parents quotes#44





পৃথিবীতে মা'ই একমাত্র ব্যক্তি 
যিনি সকাল থেকে রাত পর্যন্ত 
অক্লান্ত পরিশ্রম করে যান।



Parents quotes#45



ওরা কারা?
 যাদের আম্মু এখনো মাঝে মাঝে 
মুখে তুলে খাইয়ে দেয় ?



Parents quotes#46




সেই সময়ের কথা মনে পড়ে-
যখন ক্লাসের সময় হয়ে যেত,
কিন্তু মা বলতো নাস্তা না খেয়ে 
যেতে পারবি না।



Parents quotes#47




মায়ের মতো ভালোবাসা কেউ 
দিতে পারে,আমি তা বিশ্বাস করিনা।
মায়ের তুলনা তো মা'ই ।



Parents quotes#48




মাগো তোমার মতো আপন এই পৃথিবীতে 
আর কেউ নেই,তুমি আমার জন্ম দুঃখিনী 
মা!



Parents quotes#49



মা!
কখনো বলিনি তোমাকে,
"I love you মা "।
তোমার পায়ের নিচে আমার জান্নাত।



Parents quotes#50




"মা" শব্দটা অনেক ছোট 
হতে পারে ,কিন্তু এই 
শব্দটিই পৃথিবীর সবচেয়ে দামি 
শব্দ ।



Parents quotes#51





স্বর্গ কখনো দেখিনি 
কিন্তু স্বর্গসুখ পেয়েছি 
একমাত্র মায়ের কোলে।



Parents quotes#52




সময় বদলে যায়,
মানুষ বদলে যায় ,
যুগও  বদলে যায়,
বদলায় না শুধু মায়ের ভালোবাসা।



Parents quotes#53





পৃথিবীতে একমাত্র মায়ের ভালোবাসা 
নিঃর্স্বাথ,
অন্যেরা স্বার্থ ফুরালে কেটে পড়ে



Parents quotes#54



সব কষ্টের প্রথম ওষুধ 
"মা ।"



Parents quotes#55



যার মুখের দিকে তাকালে 
সব ব্যথা বেদনা আর কষ্ট ভুলে 
যাই,
তিনি হলেন "মা"।



Parents quotes#56




সব জায়গায় লিখা থাকে 
"Ladies first "
তাহলে বলতে পারেন খাওয়ার 
সময় মা কেন সবার Last?





মা বাবা  আমাদের জীবনের প্রতিটি পদক্ষেপে আমাদের সহায়তা করে।তারা ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবেলার  জন্য আমাদের কঠোরভাবে প্রশিক্ষণ দেয়। পিতামাতারা আমাদের জন্য বেঁচে আছেন,তারাই আমাদের প্রথম শিক্ষক।সন্তানের লালনপালন করা অনেক কঠিন কাজ । আমাদের উচিত তাদের নেওয়া সিদ্ধান্তগুলিকে সম্মান করা এবং মেনে চলা।

Table of contents:
 Parents quotes
 Parents quotes with images
 About Parents quotes


আরো পড়ুন:

Post a Comment

0 Comments