![]() |
Humanity |
হ্যাঁ!আমি এখনো মানুষ।
কোনো ধনী মানুষ সুখে থাকার পরও যদি গরিব অসহায়মানুষের দুঃখ দেখে আবেগ আপ্লুত হয়,তাকে আমি মানুষ বলি।।
আমার সামর্থ্য অনুযায়ী আমি অসহায়দের দানকরে যাবো।।
প্রতিদিনই একটি ভালো কাজ করা উচিত,সেটি যতই ছোট হোকনা।হোকনা সেটা কারো মুখে হাসি ফুটানো।।
গরিবদের সাথে সুন্দর ব্যবহার করাও আমার শিষ্টাচারের অন্তর্ভুক্ত।
সেদিন কবে আসবে যেদিন আমার বাংলারপ্রতিটা মানুষ খেতে পাবে,প্রতিটা মানুষ থাকারএকটা ঘর পাবে!!কেউ রাস্তায় পড়ে থাকবে না।
পৃথিবীর প্রতিটা মানুষ সুখেথাকুক।।
আমি নিজের জন্য হাজার দামী জিনিসকেনার চেয়ে-সে টাকা দিয়ে অসহায় অভুক্ত কোনো মানুষেরমুখে খাবার দেয়া পছন্দ করবো।
অন্যকে কস্ট দিয়ে নিজেই কস্টপাই,তাই হয়তো আমি এখনোমানুষ।।
সেসব বাবা মা কত অসহায়,যাদের সন্তান ক্ষুধার জ্বালায় কান্নাকরতে করতে ঘুমিয়ে যায়,কিন্তু তারা কিছুই করতে পারে না।
যার মনুষ্যত্ব নেইতাকে আমি মানুষ বলিনা।।
যে দেশে মানুষ ক্ষুধার জ্বালায়মৃত্যু কামনা করে,সে দেশে বিলাসিতা মানায় না।
অসহায় মানুষের পাশে দাঁড়ানোর উক্তি/মানবিকতা নিয়ে উক্তি
অসহায় মানুষের পাশে দাঁড়ানোর উক্তি#14
তুমি কি রাস্তায় পড়ে থাকা অসহায় মানুষ গুলোর আত্মচিৎকার শুনতে পাওনা?কেমন মানুষ তুমি?
পোকায় খাওয়া,শরীরে পচন ধরা,ডাস্টবিনের পাশে,নালা নর্দমায় পড়ে থাকা মানুষগুলোর দীর্ঘনিঃশ্বাস থেকে বাঁচবে কি করে হে সমাজ কারিগর!
প্রতিদিনই একটি ভালো কাজ করা উচিত।হোকনা সেটি একজন গরিব মানুষের সাথে হাসিমুখে কথা বলা,তাকে খুব অল্প হলেও দান করা।এভাবেই তো মানবতাবোধের শুরু হবে।।
অসহায় মানুষের পাশে দাঁড়ানোর উক্তি#17
যে মানুষগুলো ক্ষুধার যন্ত্রণায় তিলে তিলে মৃত্যুর স্বাদ পাচ্ছে আর সমাজপতিরা নিজেদের চোখে কুলুপ এঁটে দিয়েছে-
একদিন সেই মানুষগুলোর আত্মার চাপা অভিশাপে ধ্বংস হবে এই সমাজ।
অসহায় মানুষের পাশে দাঁড়ানোর উক্তি#18
খুব স্বপ্ন দেখি
এই দেশ একদিন দারিদ্র্য মুক্ত হবে।
জানিনা সেদিন টা দেখার জন্য আমি বেঁচে
থাকবো কিনা।
অসহায় মানুষের পাশে দাঁড়ানোর উক্তি#19
এ কেমন জীবন!
কেউ থাকে রাজপ্রাসাদে,
আর কেউ থাকে ফুটপাতে।
অসহায় মানুষের পাশে দাঁড়ানোর উক্তি#20
গরিব মানুষ গুলোর অসহায়ত্ব
দেখলে কান্নায় বুক ভেঙ্গে যায়।
কিন্তু কি করবো আমিও যে অসহায়,
নিজের সামর্থ্যের বাইরে কিছু করতে পারি না।
অসহায় মানুষের পাশে দাঁড়ানো উক্তি#21
জীবন আমাকে আর কত কি দেখাবে !!
অসহায় মানুষ গুলোর নিদারুন কষ্ট
আর যে সহ্য হয়না,বিধি!
অসহায় মানুষের পাশে দাঁড়ানোর উক্তি#22
রাস্তার ডাস্টবিন থেকে কিছু মানুষ ক্ষুধার জ্বালায়
খাবার কুঁড়িয়ে খায়,আর সেটা যখন দেখি নিজেকে তখন
অমানুষ মনে হয়।
অসহায় মানুষের পাশে দাঁড়ানোর উক্তি#23
যখন ভালো কোনো খাবার খাই,ভালো পোশাক পরিধান
করি ,ভালো বিছানায় শুয়ে থাকি,
তখন গরীব মানুষগুলোর কথা মনে পড়ে।
নিজেকে অনেক ছোট মনে হয় তখন এটা
ভেবে যে,আমিতো ভালো খাচ্ছি,পড়ছি ,থাকছি
কিন্তু গরিব মানুষ গুলো কত কষ্টে আছে।
অসহায় মানুষের পাশে দাঁড়ানোর উক্তি#24
আসুন না আজকে একজন
অসহায় মানুষের মুখে হাসি ফুটাই,
তার কষ্টগুলো কিছুটা হলেও
দূর করার চেষ্টা করি,
তাকে কোথাও বসিয়ে
একমুঠো খেতে দিই!
অসহায় মানুষের পাশে দাঁড়ানোর উক্তি#25
আজব এই দুনিয়া।
কেউ খাবার ফেলে দেয়,আর
কেউ সে খাবার কুঁড়িয়ে নেয়।
অসহায় মানুষের পাশে দাঁড়ানোর উক্তি#26
জীবন কত কঠিন তা গরিব মানুষ্গুলোকে না দেখলে
কখনও জানতেই পারতাম না।
অসহায় মানুষের পাশে দাঁড়ানোর উক্তি#27
ক্ষুধার্ত মানুষ নিয়ে উক্তি
রাতে আমরা যে যার মতো খেয়ে
ঘুমিয়ে যাই,
কিন্তু কিছু মানুষ ক্ষুধার জ্বালায়
ঘুমাতে পারে না।
অসহায় মানুষের পাশে দাঁড়ানোর উক্তি#28
মানুষ নাকি সৃষ্টির শ্রেষ্ঠ জীব।
তাহলে কিছু মানুষের ঠিকানা
রাস্তায় আর নালা নর্দমায় কেন!?
অসহায় মানুষের পাশে দাঁড়ানোর উক্তি#29
মাঝে মাঝে নিজেকে ধিক্কার
দিতে দিতে ঘুমিয়ে যাই এই বলে
যে,
অসহায় মানুষগুলোর জন্য
কিছুই করতে পারলাম না ।
অসহায় মানুষের পাশে দাঁড়ানোর উক্তি#30
কেউ ঘুমায় খেয়ে ,
আর কেউ ঘুমায় না খেয়ে ।
অসহায় মানুষের পাশে দাঁড়ানোর উক্তি#31
ক্ষুধার কষ্টটা কেন বিধাতা মানুষকে
দিলো,এই ক্ষুধার কষ্টে কত মানুষ
ছটফট করে।
অসহায় মানুষের পাশে দাঁড়ানোর উক্তি#32
ক্ষুধার্ত মানুষ নিয়ে উক্তি
আমাকে মাফ করে দিও হে অসহায়
ক্ষুধার্ত মানুষেরা!
তোমাদের জন্য কিছুই করতে পারছি না।
অসহায় মানুষের পাশে দাঁড়ানোর উক্তি#33
নিঃস্তব্ধ নগরী।
সবাই ঘুমিয়ে গেছে যে যার ঘরে।
কিন্তু একবার দরজা খুলে রাস্তায়
বের হয়ে দেখুন,কিছু অসহায় মানুষের
নীরব কষ্ট আপনাকে আহত করবে।
অসহায় মানুষের পাশে দাঁড়ানোর উক্তি#34
কাউকে মন থেকে দান
করার মাঝে যে কি আনন্দ,
কি সুখ,
তা বলে বুঝানো যাবে না।
অসহায় মানুষের পাশে দাঁড়ানোর উক্তি#36
আপনি যা কিছু অসহায় মানুষদের
জন্য দান করছেন,তা একদিন আপনার
কাছে দ্বিগুন হয়ে ফিরে আসবে।
অসহায় মানুষের পাশে দাঁড়ানোর উক্তি#37
হে বিধাতা!
অসহায় আর অভাবী মানুষগুলোর কষ্ট দূর
করে দাও।
অসহায় মানুষের পাশে দাঁড়ানোর উক্তি#38
আমি স্বপ্ন দেখি একদিন
আমার এতো টাকা হবে যে-
আমি গরিব মানুষ গুলোর কষ্ট দূর করে
তাদের মুখে হাসির রেখা ফুটাতে পারবো।
অসহায় মানুষের পাশে দাঁড়ানোর উক্তি#39
একদিন হয়তো আমি পৃথিবীতে
থাকবো না-
কিন্তু কোন অসহায় মানুষ আমার
দানের কথা মনে করে সৃষ্টিকর্তার কাছে
আমার জন্য প্রার্থনা করবে,
হয়তো সেদিন আমার আত্মা শীতলতার
এক স্বর্গীয় পরশ পাবে।
7 Comments
Nice article
ReplyDeleteBy:. https://oboxiee.com
nice
ReplyDeleteNice blog & content
ReplyDeleteঅনেক অনেক ভালো লাগবো ভাই। ধন্যবাদ ❤️❤️
ReplyDeletehttp://worldsadvisor.com/five-unconventional-ways-to-make-money-on-crypto/5 Unconventional Ways To Make Money On Crypto
ReplyDeletenice blog http://worldsadvisor.com/
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeletePlease don't enter any spam links in the comment box.