Humanityঅসহায় মানুষের পাশে দাঁড়ানোর উক্তি

Humanityঅসহায় মানুষের পাশে দাঁড়ানোর উক্তি
 Humanity
💓অসহায় মানুষের পাশে দাঁড়ানোর উক্তি 💓
 🌼Some of my own sayings in terms of humanity🌼 
অসহায় স্ট্যাটাস
Quotes to stand by helpless people

দিন দিন আমরা যত শিক্ষিত হচ্ছি আমাদের মনুষ্যত্ব ,মানবিকতা লোপ পাচ্ছে ।শুধু নিজেদের সুখের পিছনে ছুটে  যাচ্ছি।আমাদের আশেপাশে কোন মানুষ মরলো কি বাঁচলো তাতে আমাদের কিচ্ছু আসে যায়না,আমরা যে স্বার্থপর দানবে পরিণত হচ্ছি তাই।মানুষের প্রতি মায়া মমতা,অসহায়ের গরিব দুঃস্থদের পাশে দাঁড়ানোর সময় কোথায় আমাদের!শুধু নিজেদের সুখে রাখতে পারলেই তো হলো!দামী দামী জিনিস কিনার জন্য হাজার হাজার টাকা খরচ করি ,নিজের শখ পূরণ করার জন্য জলের মতো টাকা ঢালি,অভুক্ত মানুষ মরে পড়ে থাকলে আমাদের কি! 


আসলেই!কেন আমরা এতো স্বাৰ্থপর!আমরা কি পারিনা আমাদের প্রতিদিনের  কিছু ব্যয়ের অংশীদার সেসব অসহায় গরিবদের করতে?

মানুষ হিসেবে আমার মনের কিছু অভিব্যক্তি উক্তি আকারে তুলে ধরলাম।হয়তো আপনাদের ভালো লাগতে পারে,হয়তো আপনাদের মানবিকতা কিছুটা হলেও জাগতে পারে।তাতেই আমার স্বার্থকতা।

Quotes to stand by helpless people/অসহায় মানুষের কথা/মানবিকতা নিয়ে উক্তি
My own quotes about humanity/অসহায় মানুষের কথা
অসহায় মানুষের পাশে দাঁড়ানো উক্তি#1

অসহায় মানুষের পাশে দাঁড়ানোর উক্তি
হ্যাঁ!আমি এখনো মানুষ।




অসহায় স্ট্যাটাস/অসহায় মানুষের কথা
মানবিকতার নিরিখে আমার নিজের কিছু উক্তি /অসহায় মানুষের উক্তি/মানবিকতা নিয়ে উক্তি

অসহায় মানুষের পাশে দাঁড়ানো উক্তি#2
অসহায় মানুষের পাশে দাঁড়ানোর উক্তি
কোনো ধনী মানুষ সুখে থাকার পরও যদি  গরিব  অসহায় 
মানুষের দুঃখ দেখে আবেগ আপ্লুত হয়,তাকে আমি মানুষ বলি।।


অসহায় মানুষের উক্তি
Quotes to stand by helpless people
অসহায় মানুষের পাশে দাঁড়ানো উক্তি#3

অসহায় মানুষের পাশে দাঁড়ানোর উক্তি
আমার সামর্থ্য অনুযায়ী আমি অসহায়দের দান 
করে যাবো।।




অসহায় মানুষের উক্তি/মানবিকতা নিয়ে উক্তি/Quotes to stand by helpless people/মানবিকতা নিয়ে উক্তি

অসহায় মানুষের পাশে দাঁড়ানোর উক্তি#4

অসহায় মানুষের পাশে দাঁড়ানো উক্তি
প্রতিদিনই একটি ভালো কাজ করা উচিত,সেটি যতই ছোট হোকনা।
হোকনা সেটা কারো মুখে হাসি ফুটানো।।



অসহায় মানুষের উক্তি/মানবিকতা নিয়ে উক্তি/Quotes to stand by helpless people/মানবিকতা নিয়ে উক্তি


অসহায় মানুষের পাশে দাঁড়ানোর উক্তি#5

অসহায় মানুষের পাশে দাঁড়ানো উক্তি

গরিবদের সাথে সুন্দর ব্যবহার করাও আমার শিষ্টাচারের অন্তর্ভুক্ত।



My own quotes about humanity/Quotes to stand by helpless people/মানবিকতা নিয়ে উক্তি
অসহায় মানুষের পাশে দাঁড়ানোর উক্তি#6
অসহায় মানুষের পাশে দাঁড়ানো উক্তি
সেদিন কবে আসবে যেদিন  আমার বাংলার   
প্রতিটা মানুষ খেতে পাবে,প্রতিটা মানুষ থাকার 
একটা ঘর পাবে!!কেউ রাস্তায় পড়ে থাকবে না।
My own quotes about humanity
Quotes to stand by helpless people/মানবিকতা নিয়ে উক্তি
অসহায় মানুষের পাশে দাঁড়ানোর উক্তি#7

অসহায় মানুষের পাশে দাঁড়ানো উক্তি
পৃথিবীর প্রতিটা মানুষ সুখে 
থাকুক।।



অসহায় মানুষের উক্তি/অসহায় মানুষের পাশে দাঁড়ানো উক্তি/Quotes to stand by helpless people
My own quotes about humanity/মানবিকতা নিয়ে উক্তি


অসহায় মানুষের পাশে দাঁড়ানোর উক্তি#8

অসহায় মানুষের পাশে দাঁড়ানো উক্তি
আমি নিজের জন্য হাজার দামী জিনিস 
কেনার চেয়ে-সে টাকা দিয়ে অসহায় অভুক্ত কোনো মানুষের 
মুখে  খাবার দেয়া পছন্দ করবো।




My own quotes about humanity/অসহায় মানুষের পাশে দাঁড়ানো উক্তি


অসহায় মানুষের পাশে দাঁড়ানোর উক্তি#9
অসহায় মানুষের পাশে দাঁড়ানো উক্তি
অন্যকে কস্ট দিয়ে নিজেই কস্ট 
পাই,তাই হয়তো আমি এখনো 
মানুষ।।

 



My own quotes about humanity/অসহায় মানুষের পাশে দাঁড়ানোর উক্তি/Quotes to stand by helpless people


অসহায় মানুষের পাশে দাঁড়ানোর উক্তি#10

অসহায় মানুষের পাশে দাঁড়ানো উক্তি
সেসব বাবা মা কত অসহায়,যাদের সন্তান ক্ষুধার জ্বালায় কান্না 
করতে করতে ঘুমিয়ে যায়,কিন্তু তারা কিছুই করতে পারে না।




My own quotes about humanity/অসহায় মানুষের পাশে দাঁড়ানোর উক্তি/Quotes to stand by helpless people

অসহায় মানুষের পাশে দাঁড়ানোর উক্তি#12
অসহায় মানুষের পাশে দাঁড়ানোর উক্তি

যার মনুষ্যত্ব নেই
তাকে আমি মানুষ বলিনা।।



অসহায় মানুষের পাশে দাঁড়ানোর উক্তি#13
অসহায় মানুষের পাশে দাঁড়ানোর উক্তি
যে দেশে মানুষ ক্ষুধার জ্বালায়  
মৃত্যু কামনা করে,
সে দেশে বিলাসিতা মানায় না।


অসহায় মানুষের পাশে দাঁড়ানোর উক্তি/মানবিকতা নিয়ে উক্তি

 

অসহায় মানুষের পাশে দাঁড়ানোর উক্তি#14


 তুমি কি রাস্তায় পড়ে থাকা অসহায় মানুষ গুলোর আত্মচিৎকার শুনতে পাওনা?কেমন মানুষ তুমি?

 

অসহায় মানুষের পাশে দাঁড়ানোর উক্তি#15



পোকায় খাওয়া,শরীরে পচন ধরা,ডাস্টবিনের পাশে,নালা নর্দমায় পড়ে থাকা মানুষগুলোর দীর্ঘনিঃশ্বাস থেকে বাঁচবে কি করে হে সমাজ কারিগর!



অসহায় মানুষের পাশে দাঁড়ানোর উক্তি#16



প্রতিদিনই একটি ভালো কাজ করা উচিত।
হোকনা সেটি  একজন গরিব মানুষের সাথে হাসিমুখে কথা বলা,তাকে খুব অল্প হলেও দান করা।এভাবেই তো মানবতাবোধের শুরু হবে।।


অসহায় মানুষের পাশে দাঁড়ানোর উক্তি#17


 যে মানুষগুলো ক্ষুধার যন্ত্রণায় তিলে তিলে মৃত্যুর স্বাদ পাচ্ছে আর সমাজপতিরা নিজেদের চোখে কুলুপ এঁটে দিয়েছে-

একদিন সেই মানুষগুলোর আত্মার চাপা অভিশাপে ধ্বংস হবে এই সমাজ।


অসহায় মানুষের পাশে দাঁড়ানোর উক্তি#18


 খুব স্বপ্ন দেখি 

এই দেশ একদিন দারিদ্র্য মুক্ত হবে।

জানিনা সেদিন টা দেখার জন্য আমি বেঁচে 

থাকবো কিনা।


অসহায় মানুষের পাশে দাঁড়ানোর উক্তি#19


এ কেমন জীবন!

কেউ থাকে রাজপ্রাসাদে,

আর কেউ থাকে ফুটপাতে।



অসহায় মানুষের পাশে দাঁড়ানোর উক্তি#20



গরিব মানুষ গুলোর অসহায়ত্ব 

দেখলে কান্নায় বুক ভেঙ্গে যায়।

কিন্তু কি করবো আমিও যে অসহায়,

নিজের সামর্থ্যের বাইরে কিছু করতে পারি না।


অসহায় মানুষের পাশে দাঁড়ানো উক্তি#21


জীবন আমাকে আর কত কি দেখাবে !!

অসহায় মানুষ গুলোর নিদারুন কষ্ট 

আর যে সহ্য হয়না,বিধি!  



অসহায় মানুষের পাশে দাঁড়ানোর উক্তি#22



রাস্তার ডাস্টবিন থেকে কিছু মানুষ ক্ষুধার  জ্বালায় 

খাবার কুঁড়িয়ে খায়,আর সেটা যখন দেখি নিজেকে তখন 

অমানুষ মনে হয়।


অসহায় মানুষের পাশে দাঁড়ানোর উক্তি#23

ক্ষুধার্ত মানুষ নিয়ে উক্তি


যখন ভালো কোনো খাবার খাই,ভালো পোশাক পরিধান 

করি ,ভালো বিছানায় শুয়ে থাকি,

তখন গরীব মানুষগুলোর কথা মনে পড়ে।

নিজেকে অনেক ছোট মনে হয় তখন এটা 

ভেবে যে,আমিতো ভালো খাচ্ছি,পড়ছি ,থাকছি 

কিন্তু গরিব মানুষ গুলো কত কষ্টে আছে।


অসহায় মানুষের পাশে দাঁড়ানোর উক্তি#24


আসুন না আজকে একজন 

অসহায় মানুষের মুখে হাসি ফুটাই,

তার কষ্টগুলো কিছুটা হলেও 

দূর করার চেষ্টা করি,

তাকে কোথাও বসিয়ে 

একমুঠো খেতে দিই!


অসহায় মানুষের পাশে দাঁড়ানোর উক্তি#25


আজব এই দুনিয়া।

কেউ খাবার ফেলে দেয়,আর 

কেউ সে খাবার কুঁড়িয়ে নেয়।


অসহায় মানুষের পাশে দাঁড়ানোর উক্তি#26


জীবন কত কঠিন তা গরিব  মানুষ্গুলোকে না দেখলে 

কখনও জানতেই পারতাম না।


অসহায় মানুষের পাশে দাঁড়ানোর উক্তি#27

ক্ষুধার্ত মানুষ নিয়ে উক্তি


রাতে আমরা যে যার মতো খেয়ে 

ঘুমিয়ে যাই,

কিন্তু কিছু মানুষ ক্ষুধার জ্বালায় 

ঘুমাতে পারে না।


অসহায় মানুষের পাশে দাঁড়ানোর উক্তি#28


মানুষ নাকি সৃষ্টির শ্রেষ্ঠ জীব।

তাহলে কিছু মানুষের ঠিকানা 

রাস্তায় আর নালা নর্দমায় কেন!?


অসহায় মানুষের পাশে দাঁড়ানোর উক্তি#29


মাঝে মাঝে নিজেকে ধিক্কার 

দিতে দিতে ঘুমিয়ে যাই এই বলে 

যে,

অসহায় মানুষগুলোর জন্য 

কিছুই করতে পারলাম না ।


অসহায় মানুষের পাশে দাঁড়ানোর উক্তি#30


কেউ ঘুমায় খেয়ে ,

আর কেউ ঘুমায় না খেয়ে ।


অসহায় মানুষের পাশে দাঁড়ানোর উক্তি#31


ক্ষুধার কষ্টটা কেন বিধাতা মানুষকে 

দিলো,এই ক্ষুধার কষ্টে কত মানুষ 

ছটফট করে।


অসহায় মানুষের পাশে দাঁড়ানোর উক্তি#32

ক্ষুধার্ত মানুষ নিয়ে উক্তি

আমাকে মাফ করে দিও হে অসহায় 

ক্ষুধার্ত মানুষেরা!

তোমাদের জন্য কিছুই করতে পারছি না।



অসহায় মানুষের পাশে দাঁড়ানোর উক্তি#33



নিঃস্তব্ধ নগরী।

সবাই ঘুমিয়ে গেছে যে যার ঘরে।

কিন্তু একবার দরজা খুলে রাস্তায় 

বের হয়ে দেখুন,কিছু অসহায় মানুষের  

নীরব কষ্ট আপনাকে আহত করবে।


অসহায় মানুষের পাশে দাঁড়ানোর উক্তি#34


কাউকে মন থেকে দান 

করার মাঝে যে কি আনন্দ,

কি সুখ, 

তা বলে বুঝানো যাবে না।


অসহায় মানুষের পাশে দাঁড়ানোর উক্তি#36


আপনি যা কিছু অসহায় মানুষদের 

জন্য দান করছেন,তা একদিন আপনার 

কাছে দ্বিগুন হয়ে ফিরে আসবে।


অসহায় মানুষের পাশে দাঁড়ানোর উক্তি#37


হে বিধাতা!

অসহায় আর অভাবী মানুষগুলোর কষ্ট দূর 

করে দাও।


অসহায় মানুষের পাশে দাঁড়ানোর উক্তি#38


আমি স্বপ্ন দেখি একদিন 

আমার এতো টাকা হবে যে-

আমি গরিব মানুষ গুলোর কষ্ট দূর করে 

তাদের মুখে হাসির রেখা ফুটাতে পারবো।


অসহায় মানুষের পাশে দাঁড়ানোর উক্তি#39


একদিন হয়তো আমি পৃথিবীতে 

থাকবো না-

কিন্তু কোন অসহায় মানুষ আমার 

দানের কথা মনে করে সৃষ্টিকর্তার কাছে 

আমার জন্য প্রার্থনা করবে,

হয়তো সেদিন আমার আত্মা শীতলতার 

এক স্বর্গীয় পরশ পাবে।


এই পোস্টে চেষ্টা করেছি অসহায় মানুষদের নিয়ে আমার মনের অভিব্যক্তি,মনের জমানো কথা গুলো উক্তি আকারে তুলে ধরার।জানিনা আপনাদের কতটা ভালো লাগবে।কিন্তু যদি ভালো লেগে থাকে তাতেই আমার লিখনীর সার্থকতা।

আরো পড়ুন: Conquer the fear of the mind(Bangla)


Post a Comment

7 Comments

Please don't enter any spam links in the comment box.