The genius of Marie Curie Bangla


bangla motivational story

The genius of Marie Curie Bangla/মেরি কুরির প্রতিভা

✏✏✏✏✏✏✏✏✏✏✏✏✏✏✏✏✏✏✏✏✏✏✏✏✏✏✏

মারি কুরী হলেন একজন পলিশ polish  কিংবদন্তি পদার্থবিদ এবং রসায়নবিদ যিনি কুরী পরিবারের প্রথম সদস্য হিসাবে ও বিশ্বের প্রথম মহিলা হিসেবে নোবেল পুরস্কারে ভূষিত হয়েছিলেন। মাদাম কুরী  নামে পরিচিত এই মহীয়সী নোবেল পুরস্কারের ইতিহাসে বিশ্বের প্রথম ব্যক্তি হিসেবে এবং এখনো পর্যন্ত একমাত্র মহিলা হিসেবে বিজ্ঞানের দুটি  বিষয়ে  দুটি নোবেল পুরস্কার লাভ করেন। ১৯০৩ সালে পদার্থবিজ্ঞানে এবং ১৯১১ সালে রসায়নে ।

Marie Curie is a Polish physicist and chemist who was awarded the Nobel Prize as the first member of the Curie family and the first woman in the world. Known as Madame Curie, this majestic as the first person in the history of the Nobel Prize and still the only woman to have won two Nobel Prizes in two fields of science. In Physics in 1903 and in Chemistry in 1911.


তেজস্ক্রিয়তা অর্থাৎ রেডিও একটিভিটি নিয়ে গবেষণা এবং রেডিয়াম ও পোলোনিয়াম নামের দুটো মৌল আবিষ্কারের জন্য মারি কুরী বিজ্ঞান জগতে  তথা জন মানসে  অমর হয়ে রয়েছেন।

Marie Curie is immortalized in the world of science and in the public mind for her research on radioactivity and the discovery of two elements called radium and polonium.


১৮৬৭ সালের ৭ই  নভেম্বর রুশ সাম্রাজ্যের অধীনস্ত পোল্যান্ডের Warsaw তে মারি কুরীর  জন্ম হয়। তার সম্পূর্ণ নাম Marie Salomea Skłodowska Curie. তার  বাবার নাম Władysław Skłodowski এবং মায়ের নাম Bronisława Skłodowska । তার বাবা ছিলেন কৃষক পরিবারের সন্তান যিনি  নিজের প্রচেষ্টায় উচ্চশিক্ষা লাভ করেছিলেন এবং পরবর্তীকালে Warsaw হাইস্কুলের পদার্থবিদ্যার শিক্ষক হন।আর তার মা ছিলেন মেয়েদের একটি বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা। তিনি খুব ভালো পিয়ানো বাজাতে পারতেন।

Marie Curie was born on November 7, 1867, in Warsaw, Poland, under the Russian Empire. Her full name is Marie Salomea Skłodowska Curie. His father's name was Władysław Skłodowski and his mother's name was Bronisława Skłodowska.Her father was a child of a peasant family who got her higher education through her own efforts and later became a physics teacher at Warsaw High School. Her mother was the headmistress of a girls' school. He could play the piano very well.


মারি কুরী (Marie curie sklodowska)ছিলেন ৫ ভাইবোনের মধ্যে সবথেকে কনিষ্ঠতম। তাকে মারিয়া নামেও ডাকা হত। ১৮৯৫ সালের ১২ ই জুলাই তরুণ অধ্যাপক Pierre Curie'র  সাথে তার বিয়ে হয়। যিনি পরবর্তীকালে মারি কুরীর সঙ্গে যুগ্মভাবে নোবেল পুরস্কারে ভূষিত হন।তাদের দুই সন্তান Irène Joliot-Curie এবং Ève Curie Irène Joliot-Curie এবং তার স্বামী Frederic Joliot-Curie'র সাথে যুগ্মভাবে ১৮৩৫ সালে আর্টিফিশিয়াল রেডিও একটিভিটির ওপরে গবেষণার কারণে নোবেল পুরস্কার লাভ করেন।

Marie Curie Sklodowska was the youngest of 5 siblings. She was also called Maria. She married Pierre Curie, a young professor, on July 12, 1895. He was later awarded the Nobel Prize jointly with Marie Curie. They had two children, Irène Joliot-Curie and Ève Curie. Irène Joliot-Curie and her husband, Frederic Joliot-Curie, won the Nobel Prize in 1835 for their research on artificial radioactivity.


ছোটবেলা থেকেই মারিয়া অর্থাৎ  মারি কুরী ছিলেন পড়াশোনায় অত্যন্ত মেধাবী এবং মনোযোগী ছাত্রী।তিনি ১০ বছর বয়সে Sealaska পরিচালিত একটি বোর্ডিং স্কুলে ভর্তি হন।পরে অবশ্য বালিকাদের জিমন্যাশিয়ামেও ভর্তি হন এবং১৮৮৩ সালে স্কুলের পরীক্ষার দিনে তিনি স্বর্ণপদক লাভ করেন। এরপর কিছু সময়ে তিনি গৃহশিক্ষকতা করেন। মেয়ে হওয়ার কারণে তিনি কোন নিয়মিত শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি হতে পারেননি।তিনি ও তার বোন "Warsaw's clandestine Flying University" নামে একটি প্রতিষ্ঠানে ভর্তি হন যেখানে মেয়েরাও পড়তে পারতো ।পরে তিনি ফ্রান্সে চলে যান এবং প্যারিস বিশ্ববিদ্যালয় থেকে ১৮৯৩ সালে পদার্থবিদ্যায় অর্থাৎ Physics-এ প্রথম স্থান এবং ১৮৯৪ সালে গণিতে অর্থাৎ ম্যাথমেটিক্স-এ দ্বিতীয় স্থান লাভ করেন।

From an early age, Maria Curie was a very talented and attentive student. She was admitted to a boarding school run by Sealaska when she was 10 years old. Later, however, she was admitted to the girls' gymnasium and won a gold medal on the day of the school examination in 1883. After some time he did tutoring. Being a girl, she could not get admission to any regular educational institution. She and her sister got admitted to an institution called "Warsaw's clandestine Flying University" where girls could also study. She later moved to France, where she graduated from the University of Paris with first place in Physics in 1893 and second place in Mathematics in 1894.


১৮৯৫ সালে Wilhelm Roentgen X -Ray বা রঞ্জন রশ্মির আবিষ্কার করেন ।এই রশ্মি আবিষ্কারের সাথে সাথেই বিজ্ঞানমহলে হইচই পড়ে যায়।এই X -Ray থেকেও আরো  কোন তেজসম্পন্ন রশ্মি পাওয়া যায় কিনা তা নিয়ে বিশ্বের বিজ্ঞানীরা গবেষণা করতে শুরু করেন। ফরাসি বিজ্ঞানী হেনরি বেকরেল"Pitchblende" (পিচব্লেন্ড)নামে একটি খনিজ পদার্থ থেকে ইউরেনিয়াম নামের এক মৌল আবিষ্কার করেন।বিজ্ঞানী বেকরেল দেখান এই মৌল  এক ধরনের রশ্মি নিঃসরণ করে যাদের কোন কিছু ভেদ করার ক্ষমতা আছে। এর ক্ষমতা X -Ray'র  ক্ষমতার পরিপূরক এবং কখনও কখনও তার থেকেও অনেক গুন বেশি।

In 1895, Wilhelm Roentgen invented the X-ray or dye ray. With the discovery of this ray, there was an uproar in the scientific community. French scientist Henry Becquerel discovered an element called uranium from a mineral called "pitchblende" (pitchblende). Scientist Becquerel shows that this element emits a kind of ray that has the ability to penetrate anything. Its power complements the power of X-Ray and sometimes many times more than that.


এছাড়াও বেকরেল দেখান যে এই রশ্মি বাইরের কোনো শক্তি ছাড়াই নিজে থেকে নির্গত হয় ।এই আবিষ্কারের প্রতি Pierre and Marie curie দম্পতিও  আকৃষ্ট হন। তারা তখন  অনুমান করেন যে পিচব্লেন্ড-এ ইউরোনিয়াম ছাড়াও আরও শক্তিশালী পদার্থ হয়তো থাকতে পারে।আর সেই অনুমান নিয়ে তারা হাঙ্গেরি থেকে কম দামে ইউরোনিয়াম বর্জিত পিচব্লেন্ড নিয়ে এসে তার ওপর গবেষণা শুরু করেন।

Beckerell also showed that the ray emitted by itself without any external force. Pierre and Marie Curie were also attracted to this discovery. They then speculated that the pitchblende might contain a more powerful substance than uranium. With that in mind, they brought uranium-free pitchblende from Hungary at a lower price and began research on it.


তখন পিচব্লেন্ড নিয়ে গবেষণার জন্য অ্যাসিড,পানি এবং নানা খনিজ পদার্থ ব্যবহার করা হতো।যার ফলে সেই গবেষণাগারের পরিবেশ দূষিত হয়ে পড়তো । সেই অস্বাস্থ্যকর পরিবেশেও কুরী দম্পতি অজানার খোঁজে  কাজ চালিয়ে গেছেন ।এমনকি অনেক সময় দিনরাত এক করেও স্বাস্থ্যকর পরিবেশের অভাবের পাশাপাশি তাদের অর্থের অভাবও ছিল।পিচব্লেন্ড  নিয়ে গবেষণার জন্য যে পরিমাণ অর্থ প্রয়োজন হতো কুরী দম্পতির তখন তা ছিল না ।

At that time, acid, water, and various minerals were used for research on pitchblende. As a result, the environment of that laboratory was polluted. Even in that unhealthy environment, the Curry couple continues to search for the unknown. In addition to the lack of a healthy environment, they also lacked money. The Curry couple did not have the money they needed to study pitchblende.


সেই সময়ে তাদের সাহায্য করার জন্য এগিয়ে এলেন ভিয়েনার  বিজ্ঞান পরিষদ ।তারা তাদের কয়েক টন টাটকা Pitchblende পিচব্লেন্ড কুরী  দম্পতিকে উপহার দিয়েছিলেন। যা পেয়ে  নিশ্চিন্তে গবেষণা চলতে থাকল তাদের। এই গবেষণার সাফল্য কয়েক বছরের মধ্যেই পাওয়া গেল।

At that time the Vienna Science Council came forward to help them. They presented a few tons of fresh Pitchblende to the Curie couple. After receiving that, they continued their research with confidence. The success of this study was achieved within a few years.


১৮৯৮ সালে তারা  pitchblende (পিচব্লেন্ড) থেকে প্রথমে একটি তেজস্ক্রিয় আদি বস্তুর সন্ধান পেলেন। সেই বস্তুটির নাম মারি কুরী তার জন্মস্থান পোল্যান্ডের  নামে রাখলেন পোলোনিয়াম । কিন্তু তিনি পোলোনিয়াম আবিষ্কার করেই ক্ষান্ত হলেন না। এরপর ১৯০২ সালে তিনি আরেক নতুন মৌলিক পদার্থ নিষ্কাশন করলেন যার নাম রেডিয়াম ।এই রেডিয়াম এমন এক তেজস্ক্রিয় মৌলিক পদার্থ যা তেজস্ক্রিয়তার দিক থেকে ইউরেনিয়ামের তেজস্ক্রিয়তার থেকে প্রায় ১০ লক্ষ গুণ বেশি। আর এই রেডিয়াম আবিষ্কার বিজ্ঞান জগতের এক নব দিগন্ত উন্মোচন করল ।সারা বিশ্বজুড়ে Pierre and Marie curie দম্পতির খ্যাতি ছড়িয়ে পড়ল। 

In 1898, they discovered the first radioactive element from pitchblende. Marie Curie named the object Polonium after her birthplace Poland. But he did not stop at discovering polonium. Then in 1902, he extracted another new element called radium. Radium is a radioactive element that is about 10 lakh times more radioactive than uranium. And this discovery of radium opened a new horizon in the world of science. The Pierre and Marie Curie couple's fame spread around the world.

Marie Curie and Pierre Curie
Marie Curie and Pierre Curie


কুরী দম্পতির এই উল্লেখযোগ্য আবিষ্কারের ফলে ১৯০৩ সালে তারা যুগ্মভাবে পদার্থবিদ্যায় নোবেল পুরস্কার লাভ করেন ।এরপর ১৯১১ সালে রেডিয়াম ক্লোরাইড থেকে তড়িৎ বিশ্লেষণ করে রেডিয়াম মৌলের প্রস্তুত করা ও তার পারমাণবিক ওজন নির্ণয়ের জন্য মারি কুরী আবার নোবেল পুরস্কার লাভ করেন ।বিশ্বের প্রথম ব্যক্তি হিসেবে এবং এখনও একমাত্র মহিলা হিসাবে বিজ্ঞানের ২টি বিষয়ে  দুটি নোবেল পুরস্কার তিনি লাভ করেছিলেন।

As a result of this remarkable discovery by the Curie couple, they jointly won the Nobel Prize in Physics in 1903. Then, in 1911, Marie Curie won the Nobel Prize again for her analysis of the radium chloride, the preparation of the radium element, and the determination of its atomic weight. She was the first person in the world and still the only woman to win two Nobel Prizes in science.


১৯০৬ সালে দুর্ঘটনায় Pierre Curie'র  আকস্মিক মৃত্যুতে মারি কুরী(Marie curie) ভেঙে পড়লেও বৈজ্ঞানিক গবেষণার কাজ এবং তাদের দুই মেয়ে Irène Joliot-Curie এবং Ève Curieকে  মানুষ করার কাজ তিনি চালিয়ে গিয়েছিলেন।তিনি কোন দিন কোনভাবে আদর্শ ভ্রষ্ট হন নি । নিজের লক্ষ্যে বরাবরই অটল ছিলেন। 


মারি কুরী তার তেজস্ক্রিয়তা নিয়ে গবেষণা কাজে লাগিয়েছিলেন ক্যান্সারের নতুন চিকিৎসা পদ্ধতি উন্নত করার ক্ষেত্রে। তিনি তার সারাটা জীবন ব্যয় করেছিলেন রেডিয়াম মৌলকে কিভাবে কাজে লাগানো যায় তা নিয়ে কাজ করার জন্য। তিনি এই বিষয়টি নিয়ে সক্রিয়ভাবে প্রচারও করেন।ক্যান্সার রোগের চিকিৎসায় রেডিয়াম খুবই কার্যকর বলে প্রমাণিত হয় ।


প্রথম বিশ্বযুদ্ধের সময় তার মেয়ে Irène-র সহায়তায় তিনি ব্যক্তিগতভাবে এই দুর্ভোগ নিরসনের কাজে নিজেকে নিয়োজিত করেন। তিনি তাঁর শহরে একটি তেজস্ক্রিয় ল্যাবরোটারি গঠনের জন্য নিরলস প্রচেষ্টা করতে থাকেন।


১৯২৯ সালে  Warsaw  শহরের ঐ ল্যাবরোটারিকে  বেরিলিয়াম কেনার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট  ৫০০০০ আমেরিকান ডলার দান করেছিলেন। অত্যন্ত পরিশ্রমী মারি কুরী সারাবিশ্বের বিজ্ঞানীদের কাছে অত্যন্ত শ্রদ্ধেয় ছিলেন। তিনি ১৯১১ সাল থেকে আজীবন Conseil du Physique Solvay'র  সদস্য ছিলেন। ১৯২২ সাল থেকেই তিনি লীগ অব নেশনস'র Intellectual corporation'র সদস্য ছিলেন। অনেক নামকরা বিজ্ঞান পত্রিকায় তার  গবেষণা প্রকাশিত হয়েছে। 


তিনি "Recherches sur les substances radioactives " নামে একটি বই প্রকাশ করেন।এছাড়া আরো কিছু বইও তিনি রচনা করেছিলেন। প্রথম বিশ্বযুদ্ধের পর হাসপাতাল গড়ে তোলা এবং রেডিয়াম নিয়ে গবেষণাগার  গড়ে তোলার জন্য তাকে অর্থ সংগ্রহের কাজও  করতে হয়েছে। এভাবেই তিনি নানান সমাজসেবামূলক কাজেও নিজেকে যুক্ত রেখেছেন সারা জীবন।

She published a book, "Recherches sur les substances radioactive." She also wrote some other books. She also had to raise money to build a hospital and a laboratory for radium after World War I. In this way, she has been involved in various social work throughout his life.


বৈজ্ঞানিক গবেষণার পাশাপাশি সামাজিক ক্ষেত্রেও তিনি তার অনস্বিকার্য অবদান রেখেছেন।তিনি অনেক উল্লেখযোগ্য সম্মান লাভ করেছিলেন এবং অনেক স্বনামধন্য প্রতিষ্ঠানের  তিনি সম্মানিত সদস্য ছিলেন। যেমন রয়াল সোসাইটি থেকে তাঁকে ও তার স্বামীকে ১৯০৩ সালে Davy Medal প্রদান করা হয়। ইতালি থেকে ১৯৬০ সালে তাকে মাতেউচি পদক প্রদান করা হয়। ১৯০৯ সালে তিনি ফ্রাঙ্কলিন ইনস্টিটিউট থেকে লাভ করেন Elliott Cresson Medal। রয়েল সোসাইটি অফ আর্টস  তাকে প্রদান করেন Albert Medal

She has made undeniable contributions to the field of science as well as scientific research. She received many notable honors and was an honorary member of many reputable organizations. For example, she and her husband were awarded the Davy Medal in 1903 by the Royal Society. She was awarded the Mateuchi Medal from Italy in 1960. In 1909 she received the Elliott Cresson Medal from the Franklin Institute. She was awarded the Albert Medal by the Royal Society of the Arts.


১৯১২সালে ফরাসি সরকার কুরী ইনস্টিটিউট অফ রেডিয়াম নামে একটি গবেষণাগার প্রতিষ্ঠা করেন এবং তারা মারি কুরীকে সেখানকার সর্বময় কর্ত্রী হিসাবে অধিষ্টিত করেছিলেন।১৯২১ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হার্ডিন আমেরিকার সমস্ত মহিলাদের তরফ থেকে তাকে বৈজ্ঞানিক অবদানের জন্য একগ্রাম  রেডিয়াম উপহার দেন।

In 1912, the French government set up a laboratory called the Currie Institute of Radium, and they made Marie Curie the omnipotent lady there. In 1921, Hardin, President of the United States, presented her with one gram of radium for her scientific contribution on behalf of all American women.


১৯২১ সালে "আমেরিকান ক্যামিক্যাল সোসাইটির"  তরফ থেকে মারি কুরীকে Willard Gibbs Award প্রদান করা হয়।১৯৩১ সালে মারি কুরী এডিনবার্গ বিশ্ববিদ্যালয় থেকে Cameron Prize for Therapeutics লাভ করেন। 

Marie Curie was awarded the Willard Gibbs Award by the American Chemical Society in 1921. In 1931, Marie Curie received the Cameron Prize for Therapeutics from the University of Edinburgh.


মারি কুরীর (Marie Curie)১৯৩৪ সালের ১৪ঠা জুলাই ৬৬বছর বয়সে ফ্রান্সে এপ্লাস্টিক এনিমিয়া রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়।রেডিয়ামের অদৃশ্য রশ্মির তেজে  আস্তে আস্তে তার  জীবনী শক্তি ক্ষয় হতে থাকে। তিনি তার ল্যাবকোটের  পকেটে একটি টেস্টটিউবে রেডিয়াম নিয়ে ঘুরতেন। আর রেডিয়ামই   তার মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায় ।

এই মহান বিজ্ঞানী কে আমরা জানাই আমাদের গভীর শ্রদ্ধা ।

Marie Curie died in France on July 14, 1934, at the age of 66 from aplastic anemia. The invisible rays of radium slowly erode her vital energy. He carried radium in a test tube in his labcoat pocket. And radium is the cause of his death.

We pay our deepest respects to this great scientist.

Post a Comment

0 Comments